| |
               

মূল পাতা সারাদেশ কুসিক নির্বাচনে কোনো লেভেল প্লেয়িং ফিল্ড নেই : সাক্কু


কুসিক নির্বাচনে কোনো লেভেল প্লেয়িং ফিল্ড নেই : সাক্কু


রহমত ডেস্ক     10 June, 2022     10:10 PM    


কুমিল্লা সিটি করপোরেশন-কুসিক নির্বাচনে স্বতন্ত্র মেয়রপ্রার্থী মনিরুল হক সাক্কু বলেছেন, বর্তমান পরিস্থিতিতে নির্বাচনে কোনো লেভেল প্লেয়িং ফিল্ড নেই। এমপি সাহেব (সদর আসনের সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দীন বাহার) নৌকার জন্য ভোট চাইছেন। আচরণবিধি লঙ্ঘন করে এলাকায় রয়েছেন। অভিযোগ করায় নির্বাচন কমিশন চিঠি দিয়ে এলাকা ত্যাগের নির্দেশ দিলেও তিনি এখনো এলাকায় রয়েছেন। পার্টি অফিসে মিটিং করছেন নেতা-কর্মী নিয়ে। নির্বাচনের দিক-নির্দেশনা দিচ্ছেন। এমপি সাহেব এলাকায় থাকায় ভোটারদের মধ্যে উৎকণ্ঠা কাজ করছে। বিষয়টি আমি নির্বাচন রিটার্নিং অফিসারকে জানিয়েছি। তারা ব্যবস্থা নিলে ভোটের মাঠে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত হবে।

আজ (১০ জুন) শুক্রবার নগরীর তেলিকোনা চৌমুহনী থেকে কাটাবিল ও হাউজিং এস্টেট এলাকায় গণসংযোগ শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। আগামী ১৫ জুন কুমিল্লা সিটি করপোরেশন-কুসিক নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এ নির্বাচনে মেয়র পদে পাঁচজন প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা হলেন- আওয়ামী লীগ মনোনীত আরফানুল হক রিফাত, ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. রাশেদুল ইসলাম, স্বতন্ত্র প্রার্থী মো. মনিরুল হক সাক্কু, স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ নিজাম উদ্দিন কায়সার এবং কুমিল্লা নাগরিক ফোরামের সভাপতি কামরুল হাসান বাবুল।


এই এলাকার অন্যান্য সংবাদ দেখতে ক্লিক করুন: চট্টগ্রাম কুমিল্লা কুমিল্লা সদর