| |
               

মূল পাতা সারাদেশ সুবর্ণচরে ৪টি করাতকলে জরিমানা ও বন্ধ রাখার নির্দেশ


সুবর্ণচরে ৪টি করাতকলে জরিমানা ও বন্ধ রাখার নির্দেশ


নোয়াখালী প্রতিনিধি     06 June, 2022     08:54 PM    


নোয়াখালীর সুবর্ণচরে লাইসেন্স বিহীন অবৈধভাবে পরিচালিত ৪টি করাত-কল (স'মিল) মালিককে বিশ হাজার টাকাঅর্থদণ্ড এবং লাইসেন্স না পাওয়া পর্যন্ত মিল বন্ধ রাখার নির্দেশ দিয়েছে ভ্রাম্যমাণ আদালত ।

সোমবার (৬জুন) সুবর্ণচর উপজেলা বন বিভাগের সহযোগীতায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন সুবর্ণচর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট চৈতী সর্ববিদ্যা৷ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা কাজে উপস্থিত থেকে সহযোগিতা করেন সুবর্ণচর উপজেলার চর আলা উদ্দিন রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা, বিট কর্মকর্তা বন বিভাগের স্টাফ ও চরজব্বর থানার পুলিশ৷

এসময় চর একরাম বাজারের ইউনুস মেম্বারের স'মিলকে পাঁচ হাজার, চর তোরাব আলী গ্রামের নুর ইসলামের স'মিলকে পাঁচ হাজার, চরক্লার্ক জনতা বাজারের মো. আজিমের স'মিলকে পাঁচ হাজার ও চর তোরাব আলী গ্রামের আব্দুল করীমের স'মিলকে পাঁচ হাজার করে মোট ৪টি স'মিলকে বিশ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত৷

পরে উপজেলা বন কর্মকর্তা জনাব মোঃ মোশাররফ হোসেন জানান যে, সুবর্ণচরে লাইসেন্স বিহীন অবৈধভাবে পরিচালিত সকল করাত-কল (স'মিল) র বিরুদ্ধে পর্যায়ক্রমে মোবাইল কোর্ট পরিচালনাসহ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।


এই এলাকার অন্যান্য সংবাদ দেখতে ক্লিক করুন: চট্টগ্রাম নোয়াখালী সুবর্ণচর