| |
               

মূল পাতা সারাদেশ সীতাকুণ্ডে অগ্নিকাণ্ডে মৃত হাবিবুরের জানাজা ও দাফন সম্পন্ন


সীতাকুণ্ডে অগ্নিকাণ্ডে মৃত হাবিবুরের জানাজা ও দাফন সম্পন্ন


রহমত ডেস্ক     06 June, 2022     02:08 PM    


চট্টগ্রামের সীতাকুণ্ডে বিএম কনটেইনার ডিপোতে অগ্নিকাণ্ডের ঘটনায় মৃত কম্পিউটার অপারেটর হাবিবুর রহমানের (২৫) জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে। সোমবার (০৬ জুন) সকাল সাড়ে ৯টায় ভোলা সদর উপজেলার দক্ষিণ দিঘলদী ইউনিয়নের ২ নং ওয়ার্ড দক্ষিণ বালিয়া বটতলা গ্রামে নানা বাড়ির মসজিদের পাশে তাকে দাফন করা হয়।

এর আগে সকাল ৯টায় নানা বাড়ি সংলগ্ন মসজিদের মাঠে জানাজা সম্পন্ন হয়। জানাজা শেষে মসজিদের পাশের কবরস্থানে দাফন করা হয় তাকে।

গতকাল রোববার (০৫ জুন) দুপুর ৩টায় হাবিবুরের মরদেহ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয় বলে জানিয়েছেন হাবিবুরের মামা মো. আলমগীর। তিনি জানান, হাবিবুরের মরদেহ হস্তান্তরের পরপরই আমি ও হাবিবুরের বন্ধুরা মিলে তার গোসল শেষ করে ভোলার উদ্দেশে রওনা দেই। ভোলায় এসে পৌঁছায় রাত ২টা ১০ মিনিটে।

খবর পেয়ে সাবেক বাণিজ্য মন্ত্রী ও ভোলা-১ আসনের সংসদ সদস্য তোফায়েল আহমেদের পক্ষ থেকে নিহতের পরিবারকে আর্থিক সহায়তা দেওয়া হয়েছে।

উল্লেখ্য, শনিবার (৪ জুন) রাত ৯টার দিকে সীতাকুণ্ডের সোনাইছড়ি এলাকায় বিএম কনটেইনার ডিপোতে আগুন লাগে। এ সময় আগুন নিয়ন্ত্রণে কাজ করার সময় রাসায়নিক থাকা একটি কনটেইনার বিকট শব্দে বিস্ফোরিত হয়। এতে নিহত হয়েছে ৪৯ জন ও দুই শতাধিক মানুষ আহত হয়েছে। এই ডিপোতে কম্পিউটার অপারেটর হিসেবে নাইট ডিউটিতে ছিলেন ভোলা সদর উপজেলার হাবিবুর রহমান। 


এই এলাকার অন্যান্য সংবাদ দেখতে ক্লিক করুন: বরিশাল ভোলা ভোলা সদর