| |
               

মূল পাতা সারাদেশ রাজধানী মিরপুরে পুলিশের সঙ্গে গার্মেন্ট শ্রমিকদের সংঘর্ষ


মিরপুরে পুলিশের সঙ্গে গার্মেন্ট শ্রমিকদের সংঘর্ষ


রহমত ডেস্ক     06 June, 2022     11:39 AM    


রাজধানীর মিরপুরে বেতন বৃদ্ধির দাবিতে চতুর্থ দিনের মতো সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন পোশাক শ্রমিকরা। সোমবার (০৬ জুন) সকাল সাড়ে ৮টার দিকে মিরপুর ১৩ নম্বরে সড়ক অবরোধ করে কয়েকশ গার্মেন্টস শ্রমিক বিক্ষোভ শুরু করেন। এ সময় মিরপুর ১৩ নম্বর থেকে ১৪ নম্বর পর্যন্ত যান চলাচল বিঘ্নিত হয়।

পরে সকাল সাড়ে ৯টার দিকে পুলিশ আন্দোলনকারী শ্রমিকদের ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ ও টিয়ারশেল নিক্ষেপ করে। এতে বেশ কয়েকজন আহত হন। পরে শ্রমিকরাও মারমুখী হয়ে উঠে। এতে পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। 

এ বিষয়ে পল্লবী জোনের সহকারী পুলিশ কমিশনার (প্যাট্রল) মাহবুব বলেন, শ্রমিকরা মিরপুর ১৩ নম্বরের রাস্তায় আছে। আমরা তাদের সরানোর চেষ্টা করছি।

এর আগে গতকাল রোববার দুপুরে পোশাক শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। সে সময় আন্দোলনরত শ্রমিকরা ইট-পাটকেল ছুড়ে গাড়ি ভাঙচুর করে। এসময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে টিয়াশেল ছোড়ে পুলিশ।


এই এলাকার অন্যান্য সংবাদ দেখতে ক্লিক করুন: ঢাকা ঢাকা মিরপুর মডেল