| |
               

মূল পাতা সারাদেশ পাবনায় অগ্নিকাণ্ড: দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে


প্রতীকী ছবি

পাবনায় অগ্নিকাণ্ড: দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে


রহমত ডেস্ক     06 June, 2022     10:25 AM    


পাবনার বেড়া উপজেলার কৈটলা ইউনিয়নের মানিকনগর গ্রামে অবস্থিত বিশেষ ধরনের চুল্লিতে চীনা প্রযুক্তিতে পাটখড়ি পুড়িয়ে কার্বন পাউডার বা চারকোল তৈরির কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রোববার (৫ জুন) রাত ৮টার দিকে কিউলিন ইন্ড্রাস্ট্রিজ নামের এ কারখানাটিতে আগুন লাগে। এ ঘটনায় প্রায় ২০ লক্ষ টাকার ক্ষতির কথা জানিয়েছেন প্রতিষ্ঠান সংশ্লিষ্টরা।

স্থানীয় বাসিন্দা এবং কারখানা কর্তৃপক্ষ জানান, আগুন লাগার পরও তা খুব দ্রুত ছড়িয়ে পড়ে। এ সময় স্থানীয় লোকজন আগুন নেভানোর চেষ্টা করেন। পরে ফায়ার সাভির্সের কর্মীরা ঘটনাস্থলে এসে প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন।

বৈদ্যুতিক শর্ট সার্কিট অথবা কারখানার এক পাশে রাখা পাটখড়ির গুদাম ঘর থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে প্রাথমিক ভাবে ধারণা করছেন ফায়ার সার্ভিস ও স্থানীয় পুলিশ। তবে এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা হয়নি বলে নিশ্চিত করেছেন পাবনা বেড়া থানার ওসি অরবিন্দ সরকার।


এই এলাকার অন্যান্য সংবাদ দেখতে ক্লিক করুন: রাজশাহী পাবনা বেড়া