| |
               

মূল পাতা সাহিত্য ‘প্রিন্সিপলস অব হাদীস’ গ্রন্থের বাংলা সংস্করণের মোড়ক উন্মোচন


‘প্রিন্সিপলস অব হাদীস’ গ্রন্থের বাংলা সংস্করণের মোড়ক উন্মোচন


রহমত ডেস্ক     07 March, 2022     03:40 PM    


ভারতের দারুল উলুম দেওবন্দের উলুমুল হাদিস বিভাগের প্রধান মুফতি আব্দুল্লাহ মারুফী রচিত ‘প্রিন্সিপলস অব হাদীস’ গ্রন্থের বাংলা সংস্করণের আনুষ্ঠানিক মোড়ক উন্মোচন অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। গ্রন্থের অনুবাদ করেছেন জামিয়া ইকরা বাংলাদেশর মুহাদ্দিস মুফতি ফয়জুল্লাহ আমান।আজ (৭ মার্চ) সোমবার রাজধানীর মধ্য বাড্ডায় মাকতাবাতুল আযহারের প্রধান বিক্রয়কেন্দ্রে এই অনুষ্ঠান হয়।

লেখক বইয়ের শুরুতে হাদিসের সংজ্ঞা, হাদিসশাস্ত্র চর্চার লক্ষ্য-উদ্দেশ্য, এর উপকারিতা সম্পর্কে আলোচনা করেছেন। তারপর হাদিসের প্রামাণিকতা এবং হাদিস অস্বীকারের প্রবণতার জবাব দিয়েছেন। এছাড়াও হাদিস সংকলনের ইতিহাস, সাহাবিদের যুগেই হাদিস সংকলনের সূচনা সম্পর্কে এবং পরবর্তী শতাব্দীগুলোতে হাদিস সংগ্রহ ও সংরক্ষণে উম্মতে মুসলিমা যে তৎপরতা দেখিয়েছে— এর বিস্তারিত বিবরণ এসেছে এই বইয়ে।

মুফতি ফয়জুল্লাহ আমানের সঞ্চালনায় মোড়ক উন্মোচন অনুষ্ঠান উপস্থিত ছিলেন জামিয়া শারইয়্যাহ মালিবাগের শায়খুল হাদিস মাওলানা জাফর আহমদ, জামিয়া আরাবিয়া ইমদাদুল উলুম ফরিদাবাদের প্রধান মুফতি আব্দুস সালাম, জামিয়া ইকরা বাংলাদেশর মুহতামিম মাওলানা আরিফ উদ্দীন মারুফ, খুলনা দারুল উলুমের মুহতামিম মাওলানা ইমদাদুল্লাহ কাসেমী, লেখক শায়খ আতীক উল্লাহ, লেখক সম্পাদক আবদুল্লাহ আল ফারুক, জামিয়া ইসলামিয়া লালমাটিয়ার মুহাদ্দিস মাওলানা মামুন আবদুল্লাহ কাসেমী, মাওলানা আইনুল হক কাসেমী, মাওলানা আফফান বিন শারফুদ্দীন, আফতাবনগর মাদরাসার মুহাদ্দিস মাওলানা বশীরুল্লাহ কাসেমী ও মাওলানা আবদুর রহীম গাজীপুরী প্রমুখ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন মাকতাবাতুল আযহারের স্বত্বাধিকারী মাওলানা ওবায়দুল্লাহ আযহারী।