| |
               

মূল পাতা সারাদেশ পুলিশের নিয়োগে যুগান্তকারী পরিবর্তন আনা হয়েছে : আইজিপি


পুলিশের নিয়োগে যুগান্তকারী পরিবর্তন আনা হয়েছে : আইজিপি


রহমত ডেস্ক     23 February, 2022     10:37 PM    


জনগণকে উন্নত সেবা দিতে পুলিশিংয়ের নানা চ্যালেঞ্জ মোকাবেলা করে পেশাদারির সঙ্গে দায়িত্ব পালনের জন্য পুলিশ কর্মকর্তা ও সদস্যদের প্রতি আহ্বান জানিয়ে পুলিশের আইজিপি ড. বেনজীর আহমেদ বলেছেন, পুলিশের নিয়োগ প্রক্রিয়ায় যুগান্তকারী পরিবর্তন আনা হয়েছে। ৪০ বছর পর পুলিশের কনস্টেবল, সাব-ইন্সপেক্টর ও সার্জেন্ট পদে নিয়োগবিধিতে পরিবর্তন আনা হয়েছে। এরই মধ্যে নতুন নিয়মে সম্পূর্ণ মেধা ও যোগ্যতার ভিত্তিতে কনস্টেবল পদে তিন হাজার ‘বেস্ট অব দি বেস্ট’ প্রার্থী নিয়োগ করা হয়েছে। সাব-ইন্সপেক্টর পদে নিয়োগ চলমান রয়েছে। কনস্টেবল পদে আরও চার হাজার প্রার্থী নিয়োগের জন্য দরখাস্ত আহ্বান করা হয়েছে।

বুধবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে নোয়াখালী জেলা পুলিশ লাইনসে নোয়াখালী জেলার অফিসার ও চট্টগ্রাম রেঞ্জের বিভিন্ন জেলার পুলিশ অফিসারদের সঙ্গে এক বিশেষ কল্যাণসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। পুলিশের সহকারী মহাপরিদর্শক (এআইজি-মিডিয়া অ্যান্ড পিআর) মো. কামরুজ্জামানের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এমনটি জানানো হয়। সভায় নোয়াখালী পুলিশ ট্রেনিং সেন্টারের (পিটিসি) কমান্ড্যান্ট (ডিআইজি) এস এম রোকন উদ্দিন, চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মো. আনোয়ার হোসেনসহ রেঞ্জের অধীন বিভিন্ন জেলার পুলিশ সুপারসহ অন্য পুলিশ সদস্যেরা উপস্থিত ছিলেন।

দেশ ও জনগণের সেবায় নিবেদিত পুলিশ সদস্যদের কল্যাণে গৃহীত পদক্ষেপের কথা উল্লেখ করে আইজিপি বলেন, মেধা ও যোগ্যতার ভিত্তিতে স্বচ্ছতার সঙ্গে পুলিশ সদস্যদের পদোন্নতি দেওয়া হচ্ছে। পুলিশের প্রশিক্ষণে পরিবর্তন আনা হয়েছে। এ লক্ষ্যে প্রশিক্ষণের সিলেবাস আধুনিকায়ন ও যুগোপযোগী করা হয়েছে। প্রশিক্ষণকেন্দ্রগুলোতে উন্নত আবাসনের ব্যবস্থা করা হয়েছে। কেন্দ্রীয় পুলিশ হাসপাতালকে বিশ্বমানের বিশেষায়িত হাসপাতাল হিসেবে গড়ে তোলা হচ্ছে। পুলিশ হাসপাতালে ক্যাথল্যাব স্থাপন করা হচ্ছে। আগামীতে ক্যানসারসহ অন্যান্য ইউনিট স্থাপন করা হবে। এ ছাড়া, পুলিশ সদস্যদের সন্তানদের লেখাপড়ার সুবিধার্থে তাদের জন্য বিভাগীয় শহরে আধুনিক মানের শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলা হচ্ছে। আইনশৃঙ্খলা রক্ষার পাশাপাশি ক্রীড়াক্ষেত্রেও পুলিশ সদস্যদের এগিয়ে যেতে হবে। বঙ্গবন্ধু ও স্বাধীনতা ওতপ্রোতভাবে জড়িত। মুক্তিযুদ্ধে আত্মত্যাগকারী পুলিশ সদস্য এবং করোনাকালে জীবন উৎসর্গকারী পুলিশ সদস্যদের প্রতি গভীর শ্রদ্ধা জানান তিনি।

সভায় কনস্টেবল থেকে পুলিশ সুপার পর্যন্ত বিভিন্ন পদবির পুলিশ কর্মকর্তা ও সদস্যরা তাদের বিভিন্ন বিষয় উত্থাপন করেন। এর আগে সকালে আইজিপি নোয়াখালী পুলিশ ট্রেনিং সেন্টারের ছয়তলা একাডেমিক ভবন ও তিনতলা অস্ত্রাগার উদ্বোধন করেন। পরে বিকেলে আইজিপি নোয়াখালী জেলা পুলিশের বার্ষিক সমাবেশ ও ক্রীড়া প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে যোগ দেন। অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুনাক সভানেত্রী জীশান মীর্জা।  তিনি বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। অনুষ্ঠানে চট্টগ্রাম রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি) মো. আনোয়ার হোসেন, নোয়াখালী জেলার পুলিশ সুপার মো. শহীদুল ইসলাম এবং অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


এই এলাকার অন্যান্য সংবাদ দেখতে ক্লিক করুন: চট্টগ্রাম নোয়াখালী নোয়াখালী সদর