| |
               

মূল পাতা স্বাস্থ্য করোনা; বিশ্বজুড়ে আবারও বাড়লো প্রাণহানি


করোনা; বিশ্বজুড়ে আবারও বাড়লো প্রাণহানি


রহমত ডেস্ক     12 February, 2022     08:57 AM    


বিশ্বজুড়ে আবারও বাড়লো করোনায় প্রাণহানি। ২৪ ঘণ্টায় আরও ১০ হাজারের বেশি মানুষ করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন। এ নিয়ে মহামারিতে মোট মৃতের সংখ্যা ৫৮ লাখ ১৯ হাজারের কাছাকাছি।

শনিবার (১২ ফেব্রুয়ারি) সকালে করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে পাওয়া সর্বশেষ তথ্য অনুযায়ী, বিশ্বে করোনায় মোট আক্রান্ত হয়েছেন ৪০ কোটি ৮৬ লাখ ৭৮ হাজার ৩৮৮ জন এবং মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৫৮ লাখ ১৯ হাজার ৭০৫ জনে। আর সুস্থ হয়েছেন ৩২ কোটি ৮৬ লাখ ৩ হাজার ৭৫৭ জন।

এদিনও প্রাণহানির তালিকায় শীর্ষে যুক্তরাষ্ট্র। ২৪ ঘণ্টায় দেশটিতে মৃত্যু হয়েছে আরও ১৪০০ মানুষের। আর এক লাখের বেশি মানুষের শরীরে শনাক্ত হয়েছে ভাইরাসের উপস্থিতি। টানা দ্বিতীয় দিনের সংক্রমণের শীর্ষে ছিল জার্মানি। দেশটিতে ২ লাখ ৩০ হাজার মানুষের দেহে মিলেছে করোনাভাইরাস।