| |
               

মূল পাতা সাহিত্য নির্দিষ্ট দিনেই শুরু হবে বইমেলা: বাংলা একাডেমি


নির্দিষ্ট দিনেই শুরু হবে বইমেলা: বাংলা একাডেমি


রহমত ডেস্ক     10 January, 2022     05:19 PM    


সবকিছু ঠিকঠাক থাকলে স্বাস্থ্যবিধি মেনে ফেব্রুয়ারির প্রথম দিনেই শুরু হতে যাচ্ছে অমর একুশে বইমেলা। প্রতিবারের মতো এবারও সোহরাওয়ার্দী উদ্যানেই বসবে এই মেলা।

মঙ্গলবার (১০ জানুয়ারি) অমর একুশে বইমেলা পরিচালনা কমিটির সদস্য সচিব ও বাংলা একাডেমির পরিচালক ড. জালাল আহমেদ গণমাধ্যমকে এ কথা জানান। তিনি বলেন, আমরা সবকিছু প্রস্তুত করে রাখছি। সবদিক থেকেই আমরা কাজ এগিয়ে নিচ্ছি। আমরা আশা করি ২০ থেকে ২২ তারিখের মধ্যে লটারি হয়ে যাবে। তারপর স্টল নির্মাণ হবে। যদিও একটু পিছিয়ে গেছে এবার, তবুও আশা করি নির্দিষ্ট সময়ের মধ্যেই সব কাজ শেষ হবে।

ড. জালাল আহমেদ আরো বলেন, আশা করছি ফেব্রুয়ারির প্রথম দিন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বইমেলা উদ্বোধন করবেন। এর মধ্যে করোনার সংক্রমণ বেড়ে গেলে স্বাভাবিকভাবেই কঠোরভাবে স্বাস্থ্যবিধি প্রতিপালন করা হবে। এছাড়া সংক্রমণ যদি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়, তখন সরকার যে সিদ্ধান্ত নেবে তাই হবে।