| |
               

মূল পাতা আন্তর্জাতিক বিশ্বে দৈনিক সংক্রমণ ছাড়াল ২১ লাখ, মৃত্যু প্রায় সাড়ে ৬ হাজার


বিশ্বে দৈনিক সংক্রমণ ছাড়াল ২১ লাখ, মৃত্যু প্রায় সাড়ে ৬ হাজার


রহমত ডেস্ক     05 January, 2022     09:04 AM    


বিশ্বজুড়ে মহামারির দু’বছরে দিনে সর্বোচ্চ ২১ লাখের বেশি সংক্রমণ শনাক্ত হয়েছে। এনিয়ে মোট করোনা শনাক্ত হলো সাড়ে ২৯ কোটির ওপর।

ক্রিসমাস এবং বর্ষবরণের ছুটি কাটিয়ে ফেরা মানুষ কর্মস্থলে যোগদানের আগে বাধ্যতামূলক করানো হচ্ছে করোনার নমুনা পরীক্ষা। তাতেই বেরিয়ে এসেছে ভয়াবহ এ চিত্র।

বুধবার (৫ জানুয়ারি) সকালে করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে পাওয়া সর্বশেষ তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সারা বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৬ হাজার ৩১৬ জন। অর্থাৎ আগের দিনের তুলনায় মৃত্যুর সংখ্যা বেড়েছে দুই হাজারের বেশি। এতে বিশ্বজুড়ে মৃতের সংখ্যা পৌঁছেছে ৫৪ লাখ ৭৩ হাজার জনে।

একই সময়ের মধ্যে ভাইরাসটিতে নতুন করে আক্রান্ত হয়েছেন ২১ লাখ ৭ হাজার ৪৬৫ জন। অর্থাৎ আগের দিনের তুলনায় নতুন শনাক্ত রোগীর সংখ্যা বেড়েছে প্রায় ৯ লাখ। এতে মহামারির শুরু থেকে এ পর্যন্ত ভাইরাসে আক্রান্ত মোট রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৯ কোটি ৫৪ লাখ ২১ হাজার ৬১৫ জনে।

২৪ ঘণ্টায় মার্কিন যুক্তরাষ্ট্রে ৫ লাখ ৫৭ হাজারের বেশি মানুষের শরীরের মিলেছে ভাইরাসটি। একদিন আগেই সংখ্যাটি ছিল ১০ লাখের বেশি। মঙ্গলবার যুক্তরাষ্ট্রে প্রাণ হারান ১৮শ’ বেশি মানুষ। পরের অবস্থানেই রয়েছে ফ্রান্স। ইউরোপের দেশটিতে দু’লাখ ১৯ হাজারের কাছাকাছি সংক্রমণ শনাক্ত হলো মঙ্গলবার।

এদিকে প্রথমবারের মতো ব্রিটেনে দিনে দু’লাখের বেশি সংক্রমণ শনাক্ত হয়েছে। এছাড়া প্রতিবেশী দুই দেশ স্পেন ও ইতালিতে লাখের ওপর মানুষের শরীরে মিলছে ভাইরাসটি। করোনায় মোট প্রাণহানি ৫৪ লাখ ৭৩ হাজারের বেশি।