| |
               

মূল পাতা সোশ্যাল মিডিয়া প্রতিমন্ত্রী মুরাদের পদত্যাগের ঘোষণায় ফেসবুকে ঝড়


প্রতিমন্ত্রী মুরাদের পদত্যাগের ঘোষণায় ফেসবুকে ঝড়


বিশেষ প্রতিবেদক     06 December, 2021     11:19 PM    


সামাজিক যোগাযোগমাধ্যমে বিতর্কিত মন্তব্য করে দেশজুড়ে সমালোচনার মুখে পড়া তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মো. মুরাদ হাসানকে মন্ত্রিসভা থেকে পদত্যাগের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সোমবার (৬ ডিসেম্বর) রাতে তাকে পদত্যাগের নির্দেশ দেওয়া হয় বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। ইতোমধ্যে প্রধানমন্ত্রীর নির্দেশনার বিষয়ে প্রতিমন্ত্রীকে জানিয়ে দেওয়া হয়েছে বলেও নিশ্চিত করেন তিনি। কাদের বলেন, মঙ্গলবারের মধ্যে মুরাদ হাসানকে পদত্যাগ করতে বলা হয়েছে।

এ খবরে সামাজিক যোগাযোগ মাধ্যম সরগরম। প্রতিমন্ত্রী মুরাদ হাসানকে পদত্যাগের নির্দেশ দেওয়ার ঘটনায় ফেসবুকজুড়ে আলোচনার ঝড়।

পর্যটন ব্যবসায়ী এএইচ সুজন প্রশ্ন করেছেন, ‘কেনো পদত্যাগ করতে অনুরোধ করা হলো, বরখাস্ত কেনো নয়?’
কবি জিয়া হাশান লিখেছেন, ‘আপনারা হাজারো আন্দোলন কইরা যে মুরাদের পদত্যাগ বা বহিষ্কার করতে পারতেন না। মির্জা ফখরুল একবাক্যে তা করলেন। ধন্যবাদ মির্জা সাহেব।’

নুরানি ইসমাত নিশাদ নামের এক নারী লিখেছেন, ‘ডিসির পর মন্ত্রী। জামালপুরের ভালো মানুষ বলতে একমাত্র আমিই আছি।’

তরুণ লেখক মনযূরুল হক লিখেছেন, ‘ঘটনাক্রমে আজ স্বৈরাচার পতন দিবস।’
ট্রাভেলার ও ব্যবসায়ী আবু বকর সিদ্দিক লিখেছেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী কে ধন্যবাদ! একজন মাতাল, চরিত্রহীন, মেয়েদের সম্মান দিতে ব্যার্থ লোকের পরিণতি আরো কঠিন! তবে এই বেকুবের জন্য এটাও অনেক।’

একটি দৈনিকে কর্মরত গণমাধ্যমকর্মী শাকীর এহসানুল্লাহ লিখেছেন, ‘কিন্তু এটা তো ঠিক না। এভাবে চলতে থাকলে একদিন পুরো দলটাই যে শূন্য হয়ে যাবে!’

লেখক আরকানুল ইসলাম লিখেছেন, ‘‘৬ নভেম্বর ২০২১, রাত ১০টা পর্যন্তও মুরাদের বিরুদ্ধে যারা কিছু একটা বলার মতো মুরোদ দেখায়নি, এখন তারাও দলেবলে ঝাঁপিয়ে পড়বে। কারণ, তিনি বলার পর তারা এখন সাহস পাবে, অনুমতি পাবে, 'কেউ আবার কী না কী ভাবে'- বলার তো মতো আর কেউ নেই। তাদের কোষ্ঠকাঠিন্য কাটল বলে ‘’

কলরবের শিল্পী বদরুজ্জামান লিখেছেন, ‘অতি ভক্তি চোরের লক্ষণ! মুরাদ মিয়াকে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর।’

নেত্রকোণার বাসিন্দা কবি সানোয়ার রাসেল লিখেছেন, ‘হ, দেশে আইনের শাসন এখনও আছে!’

মিম সুফিয়ান নামের একজন লিখেছেন, ‘প্রধানমন্ত্রী আরেকবার জনতার মন জয় করে নিলেন। মাবুদ আপনার ভালো করুন।’

/জেআর/