| |
               

মূল পাতা জাতীয় হেফাজতের ভারপ্রাপ্ত মহাসচিব হলেন মাওলানা সাজিদুর রহমান


হেফাজতের ভারপ্রাপ্ত মহাসচিব হলেন মাওলানা সাজিদুর রহমান


রহমত ডেস্ক     29 November, 2021     08:46 PM    


দেশের সর্ববৃহৎ অরাজনৈতিক ধর্মীয় সংগঠন হেফাজতে ইসলাম বাংলাদেশের  মহাসচিব আল্লামা নূরুল ইসলাম জিহাদীর মৃত্যুতে শূন্য হওয়া পদে ভারপ্রাপ্ত হিসেবে মহাসচিবের দায়িত্ব পেয়েছেন দলটির যুগ্ম মহাসচিব মাওলানা সাজিদুর রহমান। 

সোমবার (২৯ নভেম্বর) সন্ধ্যায় প্রয়াত মহাসচিব আল্লামা নুরুল ইসলাম জিহাদীর জানাজার আগে তাৎক্ষণিক এক বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে সর্বসম্মতিক্রমে মাওলানা সাজিদুর রহমানকে ভারপ্রাপ্ত মহাসচিব হিসেবে মনোনীত করা হয় বলে জানা গেছে।

হেফাজতের বর্তমান প্রচার সম্পাদক মুহিউদ্দিন রাব্বানি গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, নিয়ম অনুয়ায়ী সংগঠনের শূণ্য পদ পূরণ করতে তাৎক্ষণিকভাবে শুরা কমিটির বৈঠকে বসেছিলেন হেফাজত নেতারা। সংগঠনের সিনিয়র সদস্য হিসেবে সাজিদুর রহমানকেই সবাই মহাসচিবের দায়িত্ব দেন।

মাওলানা সাজিদুর রহমান বর্তমানে হেফাজত ইসলাম ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার আমিরের দায়িত্বও পালন করছেন। 

উল্লেখ্য, আজ দুপুর ১২টার দিকে রাজধানীর ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসচিব ও তাহাফফুজে খতমে নবুওয়াত বাংলাদেশের আমীর আল্লামা নুরুল ইসলাম জিহাদী। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।