| |
               

মূল পাতা করোনাভাইরাস করোনায় ১৯ মাস পর সর্বনিম্ন মৃত্যু 


করোনায় ১৯ মাস পর সর্বনিম্ন মৃত্যু 


রহমতটোয়েন্টিফোর ডেস্ক     06 November, 2021     11:32 PM    


করোনায় দেশে ১৯ মাস পর সর্বনিম্ন মৃত্যু হয়েছে। এ দিন ২৪ ঘণ্টায় মারা গেছেন ১ জন। যা মহামারিকালে ১৯ মাসে করোনায় সর্বনিম্ন মৃত্যু। এর আগে সর্বশেষ গত বছরের ৯ এপ্রিল একজনের মৃত্যু হয়েছিল। 

শনিবার (৬ নভেম্বর) সংবাদ বিজ্ঞপ্তিতে স্বাস্থ্য অধিদফতর জানায়, দেশে এ সময় আরও ১৫৭ জনের মধ্যে করোনা সংক্রমণ ধরা পড়েছে। দেশের সাত বিভাগে করোনায় আক্রান্ত কারও মৃত্যু হয়নি। সর্বশেষ যিনি মারা গেছেন, তিনি পুরুষ ও ঢাকা বিভাগের বাসিন্দা। নতুন রোগীদের নিয়ে দেশে এ পর্যন্ত শনাক্ত কোভিড রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লাখ ৭০ হাজার ৮৩৫ জনে। মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ২৭ হাজার ৮৯১ জন।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশনা অনুযায়ী, বাংলাদেশে করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণের মধ্যে আছে। কোনো দেশে যদি সংক্রমণের হার টানা দুই সপ্তাহ ৫ শতাংশের নিচে থাকে, তা হলে সেটি অন্যান্য সাধারণ রোগের মতো গণ্য হয়। এই হিসাব-নিকাশ বলছে, করোনায় স্বস্তিতে আছে বাংলাদেশ। 

প্রসঙ্গত, ২০১৯ সালের ৩১ ডিসেম্বর প্রথম চীনের উহানে সর্বপ্রথম করোনাভাইরাস ধরা পড়ে। এরপর বিশ্বের প্রায় সব দেশ ও অঞ্চলে এটি ছড়িয়ে পড়ে। পরবর্তীতে ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা একে বৈশ্বিক মহামারি হিসেবে ঘোষণা করে। এর আগে ২০ জানুয়ারি জরুরি পরিস্থিতি ঘোষণা করে ডব্লিউএইচও। ৮ মার্চ প্রথম বাংলাদেশে কোনও করোনা রোগী শনাক্ত হয় এবং ১৮ মার্চ দেশে প্রথম কোনও ব্যক্তির করোনায় মৃত্যু হয়। এ সময়ে দেশের সাধারণ মানুষের পাশাপাশি বিভিন্ন অঙ্গনের অনেক বিশিষ্ট ব্যক্তিকেও আমরা হারিয়েছি।

/জেআর/