| |
               

মূল পাতা আন্তর্জাতিক আবারও তালেবান সরকারকে স্বীকৃতি দেওয়ার আহ্বান জানালেন ইমরান খান


আবারও তালেবান সরকারকে স্বীকৃতি দেওয়ার আহ্বান জানালেন ইমরান খান


রহমতটোয়েন্টিফোর ডেস্ক     29 September, 2021     07:30 PM    


আবারও আফগানিস্তানের নতুন সরকারকে স্বীকৃতি দেওয়ার আহ্বান জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান।

বুধবার (২৯ সেপ্টেম্বর) পার্স টুডের খবরে বলা হয়, মঙ্গলবার ইসলামাবাদে এক বক্তব্যে সাবেক প্রেসিডেন্ট আশরাফ গনিকে অকর্মন্য ও দুর্নীতিগ্রস্ত বলে উল্লেখ করেন। এ সময় ইমরান খান আবারও বিশ্বের প্রতি তালেবানকে স্বীকৃতি দেওয়ার আহ্বান পুনর্ব্যক্ত করেন।

আফগানিস্তানের শান্তি ও স্থিতিশীলতার স্বার্থেই আন্তর্জাতিক সমাজের তালেবান সরকারকে স্বীকৃতি দেওয়া উচিত বলে মন্তব্য করেন ইমরান খান।

তিনি বলেন, আফগান জনগণের মধ্যে গনি সরকারের কোনো গ্রহণযোগ্যতা ছিল না। আর দেশটির বর্তমান পরিস্থিতির জন্য ওই অবৈধ সরকার সবচেয়ে বেশি দায়ী।

পাকিস্তানের প্রধানমন্ত্রী অভিযোগ করেন, অতীতে যেসব গোষ্ঠী পাকিস্তানের নিরাপত্তার জন্য হুমকি বিবেচিত হতো সেসব গোষ্ঠীকে পাকিস্তানে হামলা চালানোর জন্য আফগানিস্তান ও ভারত পৃষ্ঠপোষকতা দিত।

তিনি বলেন, আফগানিস্তান বর্তমানে আরেকটি ক্রান্তিকাল অতিক্রম করছে। কাজেই দেশটির সহিংসতা বন্ধ করে শান্তি প্রতিষ্ঠার স্বার্থে তালেবান সরকারের সঙ্গে কাজ করা উচিত।

/জেআর/