| |
               

মূল পাতা ইসলাম মুফতি আব্দুস সালাম চাটগামীর ইন্তেকালে নেজামে ইসলাম পার্টির শোক


মুফতি আব্দুস সালাম চাটগামীর ইন্তেকালে নেজামে ইসলাম পার্টির শোক


রহমতটোয়েন্টিফোর ডেস্ক     08 September, 2021     04:41 PM    


উপমহাদেশের ঐতিহ্যবাহী ইসলামী বিদ্যাপীঠ দারুল উলূম মঈনুল ইসলাম হাটহাজারী মাদরাসার প্রধান মুফতি ও সদ্যনির্বাচিত মুহতামিম, আলেমকুল শিরোমণি মুফতিয়ে আজম আল্লামা মুফতি আব্দুস সালাম চাটগামীর ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছে ঐতিহ্যবাহী রাজনৈতিক দল বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি।

বুধবার (৮ সেপ্টেম্বর) গণমাধ্যমে পাঠানো শোকবার্তায় পার্টির নেতৃবৃন্দ বলেন, আল্লামা চাটগামী একজন অত্যন্ত উচ্চমান সম্পন্ন আন্তর্জাতিক খ্যাতিমান ইসলামী আইন বিশারদ ছিলেন। দেশ-বিদেশে তার লাখো সাগরেদ ওলামা-মাশায়েখ ছড়িয়ে আছে। জীবনের দীর্ঘ সময় ধরে তিনি ইসলামী আইন গবেষণা এবং ইসলামী জ্ঞান বিজ্ঞানের প্রসারে যুগান্তকারী ভূমিকা রেখেছেন। তিনি তার ইলমের গভীরতা, পাণ্ডিত্য এবং সম্মোহনী ব্যক্তিত্বের কারণে দেশের পরিমণ্ডল পেরিয়ে আন্তর্জাতিক অঙ্গনেও ব্যাপকভাবে সুপরিচিত। অভিভাবক শূন্যতার এই সময়ে তার মতো একজন অভিভাবককে হারিয়ে দেশের আলেম-ওলামা ও তৌহিদী জনতার মাঝে এক বিরাট শূন্যতার সৃষ্টি হয়েছে। তার জায়গা কখনো পূরণ হওয়ার নয়।

নেতৃবৃন্দ মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং মরহুমের শোকসন্তপ্ত পরিবার ও স্বজনদের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন।

শোকবার্তায় স্বাক্ষরকারী নেতৃবৃন্দ হলেন, পার্টির আমীর আল্লামা সরওয়ার কামাল আজিজী, সিনিয়র নায়েবে আমীর মাওলানা আবদুল মাজেদ আতহারী, মহাসচিব মাওলানা মুসা বিন ইযহার, নায়েবে আমীর আলহাজ্ব আবদুর রহমান চৌধুরী, মুফতী মুহাম্মাদ আলী কাসেমী, ড. মাওলানা খলিলুর রহমান খান আযহারী, হাফেজ মাওলানা সালামাতুল্লাহ, মাওলানা আবদুল খালেক নিজামী, যুগ্মমহাসচিব মাওলানা মুস্তাফিজুর রহমান মাহমুদী, মাওলানা মনজুরুল কাদের চৌধুরী, ডাঃ মাওলানা ইলিয়াস খান, সংগঠন সচিব ও ঢাকা মহানগর আমির অধ্যক্ষ হাফেজ মাওলানা আবু তাহের খান, সহকারী মহাসচিব মাওলানা আজিজুল হক, আন্তর্জাতিক বিষয়ক সচিব মাওলানা শেখ হুসাইন মুহাম্মাদ শাহজাহান ইসলামাবাদী, দফতর সচিব মুফতি দীনে আলম হারুনী, দাওয়াহ বিষয়ক সচিব মাওলানা হুসাইন আহমাদ হেলাল শাহতলী, সহকারী অর্থ সচিব হাজী আনোয়ারুল কবীর স্বাস্থ্য বিষয়ক সচিব ক্বারী ফজলুল করিম জিহাদী, সহকারী সংগঠন সচিব মাওলানা ইনআমুল হক কুতুবী, শ্রম বিষয়ক সচিব জনাব নাজিমুদ্দীন, হাফেজ মাওলানা দিলাওয়ার হুসাইন নেত্রকোনা, মাওলানা রাশেদুল ইসলাম, সমাজকল্যাণ সচিব মাওলানা এরশাদ বিন জালাল, শিক্ষা ও প্রশিক্ষণ সচিব মুফতি শরীফুর রহমান, সহকারী আন্তর্জাতিক বিষয়ক সচিব মাওলানা মাহমুদুল হক সাদেকী, হাফেজ আমানুল হক, যুব বিষয়ক সচিব অধ্যাপক নজরুল ইসলাম চৌধুরী আইন বিষয়ক সচিব এডভোকেট যুবাইর আহমাদ ফরিদ, সহকারী দাওয়াহ বিষয়ক সচিব মাওলানা মুসাদ্দিকুল মাওলা, মাওলানা কামরুল ইসলাম ফরিদপুরী প্রমুখ।

/প্রেসবিজ্ঞপ্তি/জেআর/