| |
               

মূল পাতা ইসলাম চিরনিদ্রায় শায়িত হলেন জনপ্রিয় ইসলামি সংগীতশিল্পী মাহফুজুল আলম


চিরনিদ্রায় শায়িত হলেন জনপ্রিয় ইসলামি সংগীতশিল্পী মাহফুজুল আলম


রহমতটোয়েন্টিফোর ডেস্ক     20 July, 2021     11:23 PM    


ইসলামি সংগীতশিল্পী মাহফুজুল আলমকে নরসিংদীর নিজ গ্রামে পিতার কবরের পাশে দাফন করা হয়েছে।  নরসিংদীর একই এলাকায় তার জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। জানাজায় জাতীয় শিশু-কিশোর সংগঠন কলরবের শিল্পী, স্থানীয় আলেম-উলামা, সাধারণ মানুষ ও ভক্তবৃন্দ অংশগ্রহণ করেন।

মঙ্গলবার (২০ জুলাই) বাদ আসর নিজ গ্রামে চিরনিদ্রায় শায়িত হলেন মাহফুজুল আলম। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ২৩ বছর।

এর আগে, সকাল ৮টার দিকে চিকিৎসার জন্য ঢাকায় আনার পথে শেষ নিশ্বাস ত্যাগ করেন মাহফুজুল আলম।

জানা গেছে, ডেঙ্গু জ্বর ও কিডনির সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হন মাহফুজুল আলম। জ্বরের তীব্রতার সাথে ডায়েবেটিসের সমস্যা বেড়ে গিয়েছিল।

মাহফুজুল আলম বাংলাদেশের ইসলামি সংগীতজগতের একজন কর্মঠ ও বিপুল শ্রোতাপ্রিয় শিল্পী। তিনি সাউন্ড ডিজাইনার ও গীতিকারও। ইসলামি সংগীতের অসংখ্য শ্রুতিমধুর সংগীত গেয়েছেন তিনি।

বাংলাদেশের সর্বাধিক জনপ্রিয় ইসলামি সংগীত চ্যানেল হলিটিউনে চারশ’র বেশি গান কম্পোজ করেছেন তরুণ এ শিল্পী। এছাড়া প্রায় দুই শতাধিক গান তিনি নিজেও গেয়েছেন। শ্রোতাদের কাছে মাহফুজুল আলমের সংগীতের আলাদা কদর ছিলো।

/জেআর/