| |
               

মূল পাতা ইসলাম ঈদুল আজহা ২১ জুলাই


ঈদুল আজহা ২১ জুলাই


রহমতটোয়েন্টিফোর ডেস্ক     12 July, 2021     09:31 AM    


পবিত্র ঈদুল আজহা আগামী ২১ জুলাই বুধবার পালিত হবে। ত্যাগের মহিমায় সারাবিশ্বের মুসলমানের মতো বাংলাদেশের মুসলমানরাও পবিত্র ঈদুল আজহা উদযাপনের প্রস্তুতি নিচ্ছেন। গতবারের মতো এবারও করোনা পরিস্থিতিতে ভিন্ন বাস্তবতায় পালিত হবে ঈদ।

গতকাল রোববার (১১ জুলাই) সন্ধ্যায় বায়তুল মোকাররম জাতীয় মসজিদে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্তের কথা জানানো হয়। সভায় সভাপতিত্ব করেন ধর্ম বিষয়ক প্রতিমন্ত্রী ফরিদুল হক খান।

ইসলামিক ফাউন্ডেশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গতকাল দেশের আকাশে পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। আজ থেকে জিলহজ মাস গণনা শুরু হবে। সুতরাং দেশে ঈদুল আজহা পালিত হবে ২১ জুলাই (১০ জিলহজ) বুধবার।

ইসলাম ধর্মে জিলহজ মাসের ১০ তারিখে পবিত্র ঈদুল আজহা পালিত হয়। এদিন আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে পশু কোরবানি করেন মুসলমানরা। কোরবানির পশুর গোশত আত্মীয়-স্বজন ও গরিব-মিসকিনদের মধ্যে বিতরণ করে আনন্দ উদযাপন করা হয়।

/জেআর/