| |
               

মূল পাতা আন্তর্জাতিক করোনা নিয়ন্ত্রণে ব্যর্থতা : সব মন্ত্রীকে পদত্যাগের নির্দেশ প্যারাগুয়ে প্রেসিডেন্টের


করোনা নিয়ন্ত্রণে ব্যর্থতা : সব মন্ত্রীকে পদত্যাগের নির্দেশ প্যারাগুয়ে প্রেসিডেন্টের


রহমতটোয়েন্টিফোর ডেস্ক     07 March, 2021     02:05 PM    


মহামারি করোনাভাইরাস নিয়ন্ত্রণে ব্যর্থতার কারণে সব মন্ত্রীকে পদত্যাগের নির্দেশ দিয়েছেন প্যারাগুয়ের প্রেসিডেন্ট মারিও আবদো বেনিতেজ। তিনি নতুন করে মন্ত্রিসভা সাজানোর পরিকল্পনা করছেন।

রোববার (৭ মার্চ) সকালে বিবিসি এ বিষয়ে খবর প্রকাশ করেছে। খবরে বলা হয়, প্রেসিডেন্টের পদত্যাগ দাবি করে নতুন করে নির্বাচন দেওয়ার আহ্বান জানিয়েছে বিরোধীরা। তারা সরকারের বিরুদ্ধে ব্যাপক দুর্নীতিরও অভিযোগ এনেছে। এ প্রেক্ষিতে প্রেসিডেন্টের পক্ষ থেকে এমন ঘোষণা এলো।

জানা যায়, প্যারাগুয়েতে মাত্র ০.১ ভাগেরও কম মানুষ করোনা টিকা নিয়েছেন। স্বাস্থ্যকর্মীরা জানিয়েছেন, হাসপাতালে করোনা রোগীদের চিকিৎসা দেওয়ার মতো ওষুধ নেই।

উল্লেখ্য, দেশটিতে ইতোমধ্যে করোনায় মারা গেছেন ৩ হাজার ২০০ জনের বেশি মানুষ। আক্রান্ত হয়েছেন ১ লাখ ৬৫ হাজার।
-জেড