| |
               

মূল পাতা জাতীয় আইন-আদালত খাল দখলের চেষ্টা, ৫০ হাজার টাকা জরিমানা


খাল দখলের চেষ্টা, ৫০ হাজার টাকা জরিমানা


ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি     25 January, 2021     04:13 PM    


ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া পৌরশহরের সড়ক বাজারে সরকারি খাল দখল করে অবৈধভাবে দোকান নির্মাণের চেষ্টা করায় ৫০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

গত রোববার দুপুরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নিবাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নূর-এ আলাম। দণ্ডপ্রাপ্ত ওই ব্যক্তি হলেন উপজেলার
দক্ষিণ ইউনিয়নের বড় কুড়িপাইকা গ্রামের মিন্টু মিয়ার ছেলে মোঃ শিহাব (২৮)।

আদালত সূত্রে জানা যায়, আখাউড়া পৌরশহরের সড়ক বাজারের সরকারি কালুন্দি খাল অবৈধভাবে দখল করে দোকান নিমার্ণের কাজ শুরু করে মোঃ শিহাব। বিষয়টি জানতে পেরে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নূর-এ আলাম ঘটনাস্থলে গিয়ে কাজ বন্ধ করে দেন। এবং অবৈধভাবে সরকারি খাল দখল করার চেষ্টা করায় ৫০ হাজার টাকা জরিমানা করেন। অবৈধ দখলদারদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।
-জেড