| |
               

মূল পাতা ইসলাম ধর্ম প্রতিমন্ত্রী হচ্ছেন ফরিদুল হক খান


ধর্ম প্রতিমন্ত্রী হচ্ছেন ফরিদুল হক খান


রহমতটোয়েন্টিফোর ডেস্ক     24 November, 2020     12:26 PM    


জামালপুর-২ আসন থেকে নির্বাচিত ক্ষমতাসীন আওয়ামী লীগের সংসদ সদস্য মো. ফরিদুল হক খান ধর্ম প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পেতে যাচ্ছেন। মঙ্গলবার (২৪ নভেম্বর) সন্ধ্যা ৭টায় প্রতিমন্ত্রী হিসেবে তার শপথ অনুষ্ঠান বঙ্গভবনে হতে পারে।

মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে এ তথ্য জানা গেছে।

মো. ফরিদুল হক খান জামালপুর-২ আসন থেকে এ নিয়ে তিনবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। ১৯৫৬ সালের ২ জানুয়ারি তৎকালীন পূর্ব পাকিস্তানের জামালপুর জেলার ইসলামপুর উপজেলার উত্তর সিরাজাবাদ গ্রামে জন্মগ্রহণ করেন ফরিদুল হক খান। তার বাবার নাম মো. হবিবর রহমান খান ও মা মোসাম্মৎ ফাতেমা খানম। তিনি দশম জাতীয় সংসদে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ছিলেন।

এর আগে, গত ১৪ জুন ধর্ম প্রতিমন্ত্রী শেখ আবদুল্লাহ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা যান। তিনি টেকনোক্র্যাট কোটায় প্রতিমন্ত্রী ছিলেন।
-জেড